ব্ল্যাকহোল ইনফরমেশন প্যারাডক্স
ধরা যাক, ভীষণ প্রিয় একটি বই পড়ছেন আপনি। অর্ধেকটা পড়ার পর বইটি পুড়িয়ে ফেললেন। আপাতদৃষ্টিতে বইটি পুড়ে যাওয়ার পর সব ইনফরমেশন (তথ্য) ধ্বংস হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কারণ বইয়ের লেখাগুলো আমরা আর ফেরত পাব না। কিন্তু আসলেই কি তেমনটা ঘটে, সব ইনফরমেশন ধ্বংস হয় কি? না, ইনফরমেশন ধ্বংস হয়নি। কারণ…